এস এম মনিরুল ইসলাম, সাভার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেলে বনগাঁও ইউনিয়ন যুবদলের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও মো. ইমরান মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হেদায়েত উল্লাহ সাচ্চু, সাবেক সহ-সাংগঠনিক শাহিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এ অনুষ্ঠানে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার থানা যুবদল নেতা মাহবুব হোসেন গিয়াস, সাভার থানা যুবদল নেতা আক্তার হোসেন, বনগাঁও ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন ও সহযোগী নেতৃবৃন্দ।
আরও পড়ুন
টানা বৃষ্টিতে রংপুরে সবজির দাম দ্বিগুণ মাঠে ফসল তলিয়ে বিপাকে কৃষক, বাজারে চাপে ক্রেতা-বিক্রেতা
মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের সন্দেহ হত্যা
টাঙ্গাইলের দেলদুয়ারের প্রাণের দাবি: একটি স্বতন্ত্র সংসদীয় আসন