July 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 7th, 2025, 7:22 pm

সেনাবাহিনী-বিজিবির যৌথ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

এস এ শফি, সিলেট : সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই পশু, মাদকদ্রব্য ও পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (৭ মে) ভোরে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  এসব জব্দ করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়- সেনাবাহিনীর টিম ও বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবিরহাওর বিওপি’র টহল টিম যৌথ অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ লেহেঙ্গা, স্কিন শাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপ জি ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রি পিস, ফ্রগ, বাচ্চাদের এ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতি চাল, বিস্কুট এবং মদ জব্দ করেছে।
এসব পশু, পণ্য ও মাদকদ্রব্যের দাম ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫৯৫ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন- সীমান্তের নিরাপত্তা সুরক্ষায় এবং চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।