এস এ শফি, সিলেট: ভারতীয় সহকারী হাই কমিশনার চন্দ্র শেখর এর সাথে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের যৌথ সভা বুধবার (৭ মে) সকাল ১১টায় ভারতীয় সহকারী কমিশনের শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফী, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স গোহাটির সাধারণ সম্পাদক অমরেশ রায় ও সদস্য ওয়াহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়িক নেতৃবৃন্দ সিলেট বিভাগের শেওলা ও তামাবিল স্থল বন্দর, জকিগঞ্জ, ভোলাগঞ্জ, বড়ছড়া, চারাগাঁও, বাগলি, ছেলা- ইছামতি, জুড়ি, চাতলা স্থল শুল্ক ষ্টেশন দিয়ে সেকল পণ্যের আমদানী-রপ্তানী বানিজ্য চালু রয়েছে। এসব পণ্য আরো বেশী পরিমাণে আমদানী-রপ্তানী বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভারতীয় সহকারী হাই কমিশনারকে অনুরোধ জানানো হয়। আলোচনার মাধ্যমে সকল প্রতিবন্ধকতা দূর করে পন্য আমদানী রপ্তানীর মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ী তথা সাধারণ জনগনের কল্যাণে আমদানী-রপ্তানী আরো গতিশীল করার জন্য দাবী জানানো হয়। এছাড়াও উভয় দেশের ব্যবসায়ীদের যাতায়তের সুবিধার্থে বিজনেস ভিসা প্রদান করার ব্যাপারে সহকারী হাই কমিশনারে কাছে অনুরোধ জানানো হয়। সহকারী হাই কমিশনার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস্ত প্রদান করেন।
সভায় সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রচার সম্পাদক মো. সুহেল আহমদ, কার্যকরী সদস্য মো. জুয়েল আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হাই কমিশনারকে উত্তরীয় পড়িয়ে দেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান ও সীলগালা, অনুমতি ছাড়াই আবার চালুর অভিযোগ!
সাভারে বনগাঁও ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত
রংপুরে মানসিক রোগীদের স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত