পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
বরিশাল বিভাগের ফায়ার সার্ভিসের উপপরিচালক মন্তাজ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং আমতলি ও বাকেরগঞ্জের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক মো.কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান।
পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এখনও ধোঁয়া উড়ছে, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
—ইউএনবি
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা