May 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 11th, 2025, 4:10 pm

ভাঙ্গুড়ার বিলাঞ্চলে আগাম জাতের ধান কাটছেন কৃষক

ফটো ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): উপজেলার খানমরিচ ইউনিয়নে আগাম জাতের বোরো ধান কেটে ঘরে নিচ্ছেন কৃষকরা।

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিলাঞ্চলে আগাম জাতের বোরো ধান কাটা শুরু করেছেন কৃষক । প্রাকৃতিক দুর্যোগ বা অকাল বন্যার কবল থেকে রক্ষা পেতে তারা এসব ধান আবাদ করেছিলেন।

উপজেলার খানমরিচ ইউনিয়নের কয়ড়া গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন,এ অ্ঞ্চলটি চলনবিলের মধ্যে অবস্থিত হওয়ায় নিচু এলাকার জমিগুলোতে আগাম জাতের ধানের আবাদ করা হয়। যার ফলে আগেভাগেই কাটার সুযোগ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন, ইতোমধ্যেই চলনবিল এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ধানের বাম্পার ফলন হবে বলেও তিনি আশা করেন।

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে নিম্না্ঞ্চল খানমরিচ,দিলপাশার,অষ্টমণিষা ও পারভাঙ্গুড়া ইউনিয়নে আগাম জাতের ধান চাষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন,এ বছর শুরু থেকেই কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া সার,বীজ,সেচ ও কীট নাশকের সংকট ছিলনা। ফলে মাঠজুড়ে সোনালী ফসল ভরে উঠেছে।