May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 11th, 2025, 8:33 pm

বিসিসিবি ওমেন এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বই শেয়ারিং

গত ১০ মে, কানাডার স্কারবোরোতে অনুষ্ঠিত হলো বাংলাদেশি-কানাডিয়ান নারীদের নির্ভরযোগ্য সংগঠন **বিসিসিবি ওমেন** আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বই শেয়ারিং ইভেন্ট। সকাল ১০টা থেকেই সাতকরা ফাইন ফুডের প্রাঙ্গণে জমে ওঠে নারী ও শিশুদের প্রাণবন্ত এই আয়োজনে রঙের ছোঁয়া ও বইয়ের গল্প।

মূল আয়োজনে বিসিসিবি ওমেনের সঙ্গে সহায়তা করেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ ও সায়মা হাসান। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিসিবি ওমেনের অ্যাডমিন তানিজা রেজা।

১৬ মাস বয়সী শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা ও তাদের মায়েরা অংশ নেন এ আয়োজনে। শুরুতেই অংশগ্রহণকারী শিশুদের হাতে তুলে দেওয়া হয় চিত্রাঙ্কনের প্রয়োজনীয় সব উপকরণ। সঙ্গে ছিল বাবল ও প্রিয় চকলেট কুকিজের চমক।

একঘণ্টার চিত্রাঙ্কনের পরপরই অংশগ্রহণকারীদের জন্য পরিবেশিত হয় সকালের নাস্তা। একই সঙ্গে অনুষ্ঠিত হয় শিশুদের বই শেয়ারিং সেশন—যেখানে সবাই নিজ দায়িত্বে আনা বই অন্যদের সঙ্গে ভাগ করে নেয়। ছোটদের জন্য বাড়তি আনন্দ ছিল ফেস পেইন্টিংয়ের আয়োজন।

চিত্রাঙ্কন শেষে ৫ জন বিজয়ীর নাম ঘোষণা করে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
এই আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করেন জায়েমা ও সুয়াদ। ফেস পেইন্টিংয়ে সহযোগিতা করেন ইফ্ফাত আমিন নাবিলা, আর অনুষ্ঠানের ব্যানার ডিজাইনে অবদান রাখেন সুরভী সাহা রায়। অনুষ্ঠানের জন্য বাহারি খাবারের আয়োজন করে আয়োজকদের ধন্যবাদ কুড়িয়েছেন সাতকরা ফাইন ফুডের সত্ত্বাধিকারী তানজিনা চৌধুরী।

সমাপনী বক্তব্যে আয়োজকেরা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিশু ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরও এ ধরনের আয়োজন সামনে আসুক—এটাই প্রত্যাশা।