আবুল কালাম আজাদ, পাবনা প্রতিনিধি : পাবনা জেলা এনএসআই’র সার্বিক তত্বাবধানে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার চরঘোষপুর এলাকায় স্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় ১৪ জনকে আটক করে প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এসময় মাটি কাটা ও আনা নেয়ার কাজে ব্যবহৃত ৮টি ট্রাক ও ৪টি স্কেভেটর মেশিন জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি পাবনা সদর ) মুরাদ হোসেন এই রায় প্রদান করেন।
রবিবার রাত ১২টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় অভিযানটি চালানো হয়। সাজাপ্রাপ্ত আসামীরা হলো, পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের জহির আলীর ছেলে জমিন(৪০), পাবনা সদর উপজেলার চকছাতিয়ানি গ্রামের নুর আলী সরদারের ছেলে সাহাবুল(৩৫), পাবনা সদর উপজেলার আটুয়া মহল্লার মানিক হোসেনের ছেলে সাব্বির হোসেন(৪৫), পাবনা চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের নুরুজ্জামানের ছেলে নাহিদ পারভেজ(৪০), পাবনা সদর উপজেলার কাচারীপাড়া মহল্লার সিদ্দিক মন্ডলের ছেলে পান্না(৫৫), পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার সোহরাব প্রামানিকের ছেলে সাইফুল ইসলাম(৪৩), পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার রোস্তম মোল্লার ছেলে রবিউল ইসলাম(৫২), পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার আকবর প্রামানিকের ছেলে বক্কার প্রামানিক(৫৪), পাবনা সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের রাসেল বিশ্বাসের ছেলে মারুফ হোসেন(৪৫), পাবনা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হেরাজ প্রামানিকের ছেলে হৃদয়(৪৩), কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরঘোষপুর গ্রামের মুক্তার মন্ডলের ছেলে হজরত আলী(৪৪), পাবনা সদর উপজেলার লাইব্রেরী বাজার মহল্লার আব্বাস উদ্দিনের ছেলে বাপ্পি(২৯), পাবনা সদর উপজেলার বুদেরহাট গ্রামের সাদেক মন্ডলের ছেলে বাবু মন্ডল(৫২), ও পাবনা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কালু প্রামানিকের ছেলে জুয়েল(৪৩)।
এদের প্রত্যেককেই ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুরাদ হোসেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুরাদ হোসেন জানান, বেশ কিছুদিন কিছু দুস্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে চরঘোষপুর এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে মাটি কেটে পরিবেশের ভারসাম্য এবং ফসলী জমি নষ্ট করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে পাবনার জেলা প্রশাসক মুহাম্মদ মফিজুল ইসলামের নির্দেশে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলার এনএসআই এবং আনসার বাহিনীর সদস্যদের নিয়ে গতকাল রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১৪ জনকে আটক করে জেল এবং ৮টি ট্রাক ও ৪টি স্কেভেটর মেশিন জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের পাবনা সদর থানার মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। এদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ইতিমধ্যেই পাবনার সহকারি কমিশনার (ভূমি সদর) মুরাদ হোসেন অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মাছ ধরার এবং অবৈধভাবে মাটি কাটাসহ বিভিন্ন সড়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বেশ সুনাম অর্জন ও মানুষের মন জয় করেছেন। ভূমি অফিসে তার সেবার মাধ্যমে তিনি পাবনার মানুষের কাছে মানবিক অফিসার হিসেবে পরিচিতি লাভ করেছেন।
আরও পড়ুন
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ সড়ক সংস্কার
জয়পুরহাটে আসামী ধরতে গিয়ে দুর্বত্তের হামলায় পুলিশের উপ পরিদর্শক ছুরিকাহত
দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্তি ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : খুবি উপ-উপাচার্য