May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 12th, 2025, 4:22 pm

ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণে এলাকায় আতংক

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করিা হয়েছে।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন,রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দলীয় কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সোমবার ভোরে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে। এসময় দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হক বলেন,ফ্যাসিস্ট দলের সমর্থকরা প্রতিহিংষার বশবতী হয়ে এই ঘটনা ঘটাতে পারে বলে তারা সন্দেহ করছেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো.আব্দুল করিম জানান,রোববার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন,ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক নুর মুজাহিদ স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজীজ ও সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। তারা অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানান।