May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 12th, 2025, 5:01 pm

সিলেট থেকে সরাসরি মদিনায় প্রথম হজ ফ্লাইট বুধবার

এস এ শফি, সিলেট: সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে আগামী ১৪ মে (বুধবার) । ওই দিন বিকেল ৫টা ২৫ মিনিটে ৪১৮ জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনায় পৌঁছাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি) একটি ফ্লাইট।
বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আগামী বুধবার প্রথম ফ্লাইট সরাসরি সিলেট থেকে মদিনা যাবে। তবে সরাসরি মদিনায় না গিয়ে  সিলেট-জেদ্দা রুট হয়ে মদিনায় পৌঁছাবে ফ্লাইটটি ।’
হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে প্রায় দুই হাজার ৮০০ হজযাত্রী সৌদি আরব যাবেন। আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে আরও চারটি ফ্লাইট সরাসরি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
হাব সূত্রে আরও জানা যায়, এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় অধিকাংশ হজযাত্রীর ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন হবে। তবে সিলেট থেকে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হবে সৌদি আরবেই।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিলেট অঞ্চলের হজযাত্রীদের ভোগান্তি কমাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাব ও বিমানের তথ্যমতে, এ বছর দেশের অন্যান্য এলাকার যাত্রীরা ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করে সৌদি আরব যাবেন। তবে বুধবারের প্রথম ফ্লাইটে যাত্রীদের ইমিগ্রেশন হবে সিলেট বিমানবন্দরেই।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পরিবহন ও ইমিগ্রেশন কার্যক্রম নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।