January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 7:49 pm

‘মানিক রতন’ নামের বিশেষ নাটকে শামীম ও তামিম

অনলাইন ডেস্ক :

মানিক ও রতন দুই অন্তরঙ্গ বন্ধু। সারাদিন একসঙ্গে থাকে। তাদের স্বভাব একইরকম। দুজনে একই পোশাক পরে। দুষ্টুমিতেও সবার আগে থাকে। কিন্তু লেখাপড়ায় মন নেই এই মানিকজোড়ের। এমন দুটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তামিম মৃধা। শুধু তাই নয়, চরিত্রের প্রয়োজনে একসঙ্গে গানও গেয়েছেন তারা! ‘মানিক রতন’ নামের বিশেষ এই নাটকে তাদের দু’জনের মাঝে অন্যতম চমক হিসেবে থাকছেন সময়ের আরেক জনপ্রিয় মুখ ‘ফ্যামিলি ক্রাইসিস’-খ্যাত সারিকা সাবাহ। নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কে এম সোহাগ রানা। নির্মাতা রাজ বলেন, ‘মানিক ও রতন মজার দুই তরুণের গল্প। দুই চরিত্রে শামীম ও তামিমের অভিনয় দর্শকদের আনন্দ দেবে। তারা ভালো গানও গাইতে পারেন। তাই নাটকের গানটি তাদের দিয়েই গাওয়ানো হয়েছে।’ গানটির কথা ও সুর করেছেন তামিম মৃধা, সংগীতায়োজনে আরাফাত মহসিন নিধি। সিনেমাওয়ালার প্রযোজনায় তৈরি হয়েছে ‘মানিক রতন’। এতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন ও লেনিন। এর চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির, সম্পাদনায় রাশেদ রাব্বী। আবহ সংগীত করেছেন নাভেদ পারভেজ। চলতি মাসেই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘মানিক রতন’। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, নাটকটির সিক্যুয়েল তৈরি হবে শিগগিরই।