May 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 14th, 2025, 5:55 pm

রংপুরের চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

রংপুর ব্যুরো: র‌্যাব-১৩, রংপুর এর অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার। গতকাল বুধবার র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের একটি দল ১৩ মে ২০২৫ রাত সাড়ে ১০ টায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন মরাহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (রংপুর জেলার মিঠাপুকুর থানার মামলা নং-২৫/২২৭, তারিখ-১১/০৫/২০২৫ খ্রিঃ, ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলার এজাহারনামীয় ০৪ নং আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানার সন্তোষপুর (শ্রীপুর) এলাকার মৃত নেছার উদ্দিনের ছেলে মোঃ বকুল মিয়া (৫৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে ২০২৫ তারিখ সকাল সাড়ে ৮ টায় ভিকটিম প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী বাড়ীতে খেলাধুলা করার জন্য যায়। এক পর্যায়ে ঐ বাড়ীর মালিকসহ বেশ কয়েকজন সু-কৌশলে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের করার চেষ্টা করে। অতঃপর লোকজন জানাজানি হওয়ায় ভিকটিমকে ধর্ষণ করতে না পেরে হত্যা করে এবং বালু চাপা দিয়ে লাশ গোপন করার চেষ্টা করে।

স্থানীয় কয়েকজন জানান, ভিকটিম’কে গলা চেপে ধরে আসামীরা তার ব্যবহৃত ধাঁরালো বাটাল দিয়ে মাথার বিভিন্ন জায়গায় ও কপালে উপর্যুপরী আঘাত গুরুতর রক্তাক্ত জখম করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলা দায়ের করেন।