May 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 15th, 2025, 4:55 pm

তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিক পরিবারকে গৃহ নির্মাণের অর্থ দিলেন ব্যারিস্টার সালাম

এস এ শফি, সিলেট: সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনলাইন পোর্টাল আজকের সিলেটের ফটো সাংবাদিক ও এনটিভি ইউরোপ এর ক্যামেরা পার্সন সুহেল আহমদের গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ ও তার প্রতিবন্ধি মেয়েকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম এই উপহার প্রদান করেন।
বুধবার দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এই উপহার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যারিস্টার এম এ সালাম বলেন, তারেক রহমান সবসময় নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের পাশে দাঁড়ান। দেশের যে প্রান্তে কোন অসহায় মানুষের সংবাদ পান সেখানেই তার সহযোগিতা পৌছে দেন। বিশেষ করে ৫ আগস্টের পর ছাত্র জনতার গণআন্দোলনে যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তারেক রহমান। একইসাথে সাংবাদিক বন্ধুগণের জন্যও জনাব তারেক রহমানের সহযোগিতা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে সিলেটের সাংবাদিক বন্ধু সুহেলের জন্য তারেক রহমানের এই উপহার প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ এর ব্যুরো প্রধান খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল, সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সাবেক সহসভাপতি ও দৈনিক ইত্তেফাক এর ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক সিনিয়র সহসভাপতি আমজাদ হোসাইন, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক জৈন্তা বার্তা সম্পাদক ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মাসুদ আহমদ মুমিত, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাজমুল কবির পাবেল, দুলাল হোসেন, দৈনিক ইনকিলাব এর ব্যুরো প্রধান ফয়সল আমীন, দৈনিক নিউ নেশন এর ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনহার আহমদ মারনুস, ছাত্রদল নেতা আবিদ নুর প্রমুখ।