জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। কখনো রম্য কনটেন্ট, কখনো সাহসী অবস্থান—আরো বড় স্বপ্ন দেখেছেন সব সময়ই। এবার তিনি আলোচনায় এক নতুন সিদ্ধান্তে—দেশ ছাড়ার কথা স্পষ্ট করে জানালেন সালমান।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান বলেন, ‘আমার আরও বড় হওয়ার শখ। আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ।’
বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এই দেশে থাকি। যেদিন থাকব না, সেদিন আর কিছু বলার অধিকার থাকবে না। তখন দেশের বিষয়ে কিছু বলবও না।’
দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব—এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। অনেক আগেই বলেছি, যখন সব শখ–স্বপ্ন পূরণ হবে, তখন আমি বাইরে চলে যাব।’
ছোটবেলা থেকেই বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল সালমানের। এবার সেই ইচ্ছা বাস্তব রূপ নিচ্ছে বলেই মনে হচ্ছে তার কথায়। তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন—বিদেশে গিয়েও যদি দেশের জন্য কিছু করার সুযোগ আসে, সেটি তিনি হাতছাড়া করবেন না।
আরও পড়ুন
থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
বুধবার ঢাবির সকল ক্লাস-পরিক্ষা বন্ধ ঘোষণা
হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে এলেন মেঘমল্লার বসু