খেলা ডেস্ক
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। যার মূল নায়ক আশিকুর রহমান শিবলি। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চালকের আসনে বসিয়ে দিয়েছেন তিনি। প্রথম দিনের খেলা শেষে ৭০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৩ রান।
আজ মঙ্গলবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬৯ রানের জুটি করেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
বলতে গেলে এই জুটিতে একাই লড়াই করেছেন শিবলি। তার সঙ্গে দারুণ ইতিবাচক সাড়া দিয়েছেন রিজওয়ান। ৪৩ বলে ১২ রান করে রিজওয়ান আউট হয়ে গেলে এই জুটি ভাঙে।
দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি করেন শিবলি ও আইচ মোল্লা। ৫৩ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন আইচ মোল্লা।
১৪৩ বলে ১০৪ রানের দারুণ ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন শিবলি। ১৬ চার আর ১ ছক্কার সহায়তায় ইনিংস সাজান তিনি। আরিফুল ইসলাম এই ইনিংসে বেশি অবদান রাখতে পারেননি (৯ বলে ৩)।
দিনের খেলা শেষে ৪২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শাহাদাত হোসেন ও তার সঙ্গে ১১ রান নিয়ে মাঠ ছাড়েন প্রিতম কুমার।
আরও পড়ুন
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়
এটা আমার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় : জিএস ফরহাদ