জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছে জেলার একাধিক ঠিকাদার। বুধবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত স্মারকলিপিও প্রদান করেন বিক্ষোভকারীরা।
এক লিখিত অভিযোগে ঠিকাদাররা জানান, শাহ আলম দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি পর্যায়ে ঘুষ ছাড়া কোনো কার্যক্রম অনুমোদন করছেন না। টেন্ডার অনুমোদন থেকে শুরু করে বিল ছাড় পর্যন্ত ১ শতাংশ হারে ঘুষ দাবি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এছাড়া এলজিইডির নিজস্ব রোলার না থাকায় বাইরের রোলার ব্যবহারের অনুমতিতেও আর্থিক লেনদেন করতে হচ্ছে।
ঠিকাদারদের অভিযোগ, বিল প্রদান প্রক্রিয়ায় ইচ্ছাকৃত বিলম্ব, অজুহাতে কাজ আটকে রাখা এবং আর্থিক সুবিধা ছাড়া কার্যক্রম শুরু করতে না দেওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তারা দাবি করেন, প্রকৌশলী শাহ আলম স্বীকার করেছেন যে তিনি এ পদে আসতে মোটা অঙ্কের টাকা খরচ করেছেন এবং তা পুনরুদ্ধার করতেই ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে ঠিকাদাররা উল্লেখ করেন, নওগাঁ জেলার একজন পলাতক আসামিকে গোপনে ডেকে এনে প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকার একটি প্রকল্পে চুক্তিবদ্ধ করা হয়েছে, যা আইন ও নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন।
তাদের দাবি, একজন অসৎ ও বিতর্কিত কর্মকর্তার নেতৃত্বে জেলা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। তারা অবিলম্বে শাহ আলমের অপসারণ এবং একজন সৎ, নীতিবান প্রকৌশলীর নিয়োগ দাবি করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস ভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে পারেনি কর্তৃপক্ষরা।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহ আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, শাহ আলম ইতিমধ্যে বদলি ও ছুটির আবেদন করেছেন। তিনি ২০২৫ সালের ৩০ জানুয়ারি জয়পুরহাটে যোগদান করেন।
আরও পড়ুন
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগে যুবদলের ২ নেতা বহিষ্কার
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে গাড়িচাপায় বন টহল দলের সদস্য নিহত