বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমি মেলা -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে বাবুগঞ্জ ভূমি অফিসে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। এর আগে ভূমি অফিস চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাবুগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) কামরুন্নাহার তামান্না’র সভাপতিত্ত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান, কৃষি অফিসার আব্দুর রউফ, মৎস্য অফিসার এসএম নাজমুস সালেহীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামি আন্দোলন’র বাবুগঞ্জের সাবেক সভাপতি শেখ মাহবুব, বাবুগঞ্জ থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র শাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল রহিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রহমতপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার জহিরুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, আপনারা ভূমি সংক্রান্ত সেবা নিতে সরাসরি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। কোন দালালের মাধ্যমে সেবা নিতে আসবেন না। আমার স্টাফরা কেউ সেবার বিনিময়ে টাকা দাবী করলে সরাসরি আমাকে বলবেন। আমি তাদের ডেকে এনে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো। আমি কোন ঘুষখোর রাখবো না’।

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা