রংপুর ব্যূরো: নিরাপদ ফসল উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম)শীর্ষক কৃষক প্রশিক্ষণ রংপুর বিনা উপকেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয় ।
গতকাল রবিবার বিকেলে কৃষক প্রশিক্ষণে বিনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ। বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা উদ্ভিদ রোগতত্বের বিভাগীয় প্রধান ডক্টর মাহবুবা কানিজ হাসনা,রংপুর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক ডক্টর মো: এনামুল হক , গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের,সরেজমিন কৃসি পশিক্ষণ ইনস্টিটিউটেরমূখ্য প্রশিক্ষক মো: মাহবুব রশীদ,সরেজমিন গবেসণা বিভাগের এস এসও ডক্টর মো: জান্নাতুল ফেরদৌস বিনা রংপুর কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান ও মো:মোতালেব রহমান প্রমূখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ কুষক প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর জেলার শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।

আরও পড়ুন
নড়াইলে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ
সখীপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
সারিয়াকান্দিতে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আবুল কাসেম, ফুলের শুভেচ্ছা