জয়পুরহাট প্রতিনিধিঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-এর মধ্যে বিদ্যমান সংকট নিরসন করে আধুনিক ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাত দফা দাবিতে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় শহরের হানাইল এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
দাবিগুলো হলো— আরইবি-পবিস দ্বৈত ব্যবস্থাপনার অবসান, অত্যাচারী ও মিথ্যাবাদী চেয়ারম্যানের অপসারণ, মিথ্যা মামলা প্রত্যাহার, বিনা নোটিশে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, চুক্তিভিত্তিক/অনিয়মিতদের নিয়মিতকরণ, সকল শান্তিমূলক বদলি আদেশ বাতিল এবং আন্দোলনের অজুহাতে বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের পদায়ন, নির্দিষ্ট কর্মঘণ্টা ও শিফটিং ডিউটির বাস্তবায়ন।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আল ইমরান, এজিএম আতিকুর রহমান, নাজির হোসাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, ইসি মাহমুদুল হাসান প্রমুখ।
আরও পড়ুন
ইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি: এডভোকেট আহমেদ আযম খান
জিআই পণ্য টাঙ্গাইল মধুপুরের আনারসের বাম্পার ফলন: ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
লোভাছড়া চা বাগানে শতবর্ষের ঝুলন্ত সেতু