আজ পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পরপরই সকালে রাজধানীজুড়ে শুরু হয়েছে পশু কোরবানির ধুম।
ধর্মীয় দায়িত্ব পালন ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঢাকাবাসী সকাল থেকেই নিজেদের মতো করে কোরবানি দিচ্ছেন। গ্যারেজ, রাস্তাঘাট কিংবা হাউজিং এলাকার নির্ধারিত স্থানে যেখানে সুযোগ মিলেছে, সেখানেই চলছে পশু জবাইয়ের কাজ।
রাজধানী ঢাকায় ও আশপাশে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথি, গুতা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাত এবং গরুর লাথি ও গুতায় নারী-শিশুসহ অন্তত ১২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
রোজ গার্ডেন কেলেঙ্কারি: হাসিনার ইচ্ছেপূরণে রাষ্ট্রের ক্ষতি ৩৩২ কোটি
যারা বিপ্লব করতে চান, তাদেরকে মানুষের কাছে যেতে হবে: মির্জা ফখরুল
‘আপনি অমর, এখনো বেঁচে আছেন’ সালমান শাহ স্মরণে শাকিব খান