ডিসির জনপ্রিয় নারী সুপারহিরো ‘ওয়ান্ডার ওম্যান’ আবারও ফিরছে বড় পর্দায়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি স্টুডিওর অন্যতম প্রধান জেমস গান। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার কাজ চলছে।
তবে এটি হবে একেবারেই নতুনভাবে শুরু হওয়া একটি গল্প। আগের মতো গাল গ্যাডটকে আর এই চরিত্রে দেখা যাবে না। ২০১৭ সালের ‘ওয়ান্ডার ওম্যান’, ‘জাস্টিস লিগ’, ২০২০-এর ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’, ২০২১-এর ‘জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ’ এবং ২০২৩-এর ‘দ্য ফ্ল্যাশ’-এ ক্যামিও চরিত্রে গাল গ্যাডটের অভিনয়ের পর ডিসি ইউনিভার্সের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এবার নতুন অভিনেত্রীকে দেখা যাবে ডায়ানা প্রিন্সের ভূমিকায়। তবে ইসরায়েলি অভিনেত্রীর পরিবর্তে নতুন কাকে দেখা যাবে সেটা এখনো ঘোষণা দেয়া হয়নি।
এদিকে ওয়ান্ডার ওম্যানের জন্মস্থান থেমিসকিরাকে কেন্দ্র করে একটি ধারাবাহিক নির্মাণের কথাও জানালেন জেমস গান। তবে সেটি খুব ধীরে এগোচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
নতুন ওয়ান্ডার ওম্যান ছাড়াও ডিসি স্টুডিওর আরও কয়েকটি ছবি নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে ‘সুপারম্যান’। এটি ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাবে। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করছেন ডেভিড কোরেনসওয়েট। চিত্রনাট্য ও পরিচালনায় জেমস গান নিজেই।
‘সুপারগার্ল: ওম্যান অব টুমরো’ নামের একটি ছবি ২০২৬ সালের জুনে মুক্তি পাবে। মিলি অ্যালকক থাকছেন শিরোনাম ভূমিকায়। পরিচালনায় ক্রেইগ গিলেসপি। ব্যাটম্যানের এক ভয়ংকর শত্রুকে নিয়ে তৈরি হচ্ছে ‘ক্লেইফেস’ নামের হররধর্মী সিনেমা। এটি মুক্তি পাবে ২০২৬ সালের সেপ্টেম্বরে।
ব্যাটম্যানের দুই সহকারী ডিক গ্রেসন ও জেসন টডকে নিয়ে নির্মিত একটি অ্যানিমেটেড সিনেমা ‘ডায়নামিক ডুয়ো’ মুক্তির সম্ভাব্য সময় ২০২৮ সালের জুন।
জেমস গান আরও জানিয়েছেন, তিনি সুপারম্যানকে ঘিরে আরও একটি ছবি পরিকল্পনা করছেন। তবে সেটি সরাসরি ‘সিক্যুয়েল’ হবে কি না তা নিশ্চিত করেননি।
ডিসি ইউনিভার্সের প্রথম ধাপের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কয়েকটি টেলিভিশন সিরিজও। যেমন ‘পিসমেকার’, ‘ল্যান্টার্নস’ ও ‘ক্রিচার কমান্ডোস’।

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো