সম্প্রতি, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি তদন্ত করে দেখতে গিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা, আইএইএ, জানিয়েছে যে, ক্ষয়ক্ষতি সত্ত্বেও সেখানে বিকিরণের মাত্রা বেড়ে যাওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি।
এক এক্স-এ (সাবেক টুইটার) বিবৃতিতে আইএইএ জানিয়েছে, “ফোর্ডোর মতো ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলার পর এখন পর্যন্ত ওই এলাকার বাইরে কোনও বিকিরণ স্তরে বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি।”
সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি পরবর্তী পর্যবেক্ষণে থাকলে তারা আরও তথ্য প্রকাশ করবে। এটাই ছিল যুক্তরাষ্ট্রের হামলার পর আইএইএ-এর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
এ সময়ের মধ্যে ইরান ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে, আইএইএ-কে সমালোচনার মুখে পড়েছে দেশটি। অনেক ইরানি কর্মকর্তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের হামলার পেছনে সংস্থাটির সহযোগিতা রয়েছে, যদিও প্রমাণ উপস্থাপন হয়নি। সেই সঙ্গে আইএইএ বলেছে, তারা একটি নিরপেক্ষ ও বিশ্বস্ত আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করে।
আরও পড়ুন
ফিলিস্তিনের ‘গাজা শহর’ দখলের অনুমোদন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আমেরিকা-বিরোধী ও ইহুদিবিদ্বেষী মনোভাব থাকলে দেওয়া হবে না ভিসা
দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস, নিহত ৭১