জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. মোঃ আল মামুন আজ তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী ‘বেসিক ইপিআই (Expanded Programme on Immunization) ট্রেনিং’-এর শুভ উদ্বোধন করেছেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় সদ্য নিয়োগপ্রাপ্ত মাঠ পর্যায়ের টিকাদান কর্মীদের জন্য টিকাদান বিষয়ক মৌলিক ও প্রাতিষ্ঠানিক জ্ঞান প্রদান করা হচ্ছে। কর্মসূচির মাধ্যমে সরকারি টিকাদান কার্যক্রমকে আরও কার্যকর ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এমওসিএস ডা. জুবাইর মোঃ আল-ফয়সাল, এমও-কোঅর্ডিনেটর ডা. রোমানা আফরিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি ডা. মোঃ লুৎফর রহমান।
উদ্বোধনী বক্তব্যে সিভিল সার্জন বলেন, “সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে মাঠ পর্যায়ে টিকাদান কর্মীরা জনগণের দোরগোড়ায় নিরাপদ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হবেন। ইপিআই কর্মসূচি আমাদের দেশের শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
প্রশিক্ষণটি আগামী তিন দিন ধরে চলবে এবং এতে জেলার বিভিন্ন উপজেলার টিকাদান কর্মীরা অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন
কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত মালামালসহ চোর আটক
রংপুরে স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কর্মশালার