সিলেট অফিস:
সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার(২৫ জুন) বিকেল ৪ টার দিকে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। তার মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।
তবে হাইওয়ে পুলিশের তামাবিলের (ওসি) হাবিবুর রহমান জানান, নিহতের নাম মো আনোয়ার হোসেন। তার বাড়ি বরিশাল। তিনি এসিআই কোম্পানিতে চাকরি করেন।
ওসি জানান, দুর্ঘটনার পর পর ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন
কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আমরণ অনশন
কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত মালামালসহ চোর আটক