August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 26th, 2025, 7:21 pm

কুলাউড়ায় এসিল্যান্ডের উদ্যোগে ৯ ভূমিহীন পরিবার পেলো খাস জমি

Oplus_16777216

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উদ্যোগে ৯টি ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এসব পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করা হয়।
প্রতিটি পরিবারকে ১০ শতক করে খাস জমি দেওয়া হয়েছে। উপকারভোগী পরিবারগুলো হলেন- ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া মৌজার গিতাংশু দাস, ঝষিকেশ দাস, সুশীল দাস; টিলাগাঁও ইউনিয়নের লংলা টি.ই মৌজার ওয়ারিছ মিয়া, মো. আকবর উদ্দিন, মো. মিছবাহ উদ্দিন এবং কর্মধা ইউনিয়নের মুরইছড়া টি.ই মৌজার মো. মিছবাহ উদ্দিন, আব্দুল মুতলিব ও মো. সিদেক আলী।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রকৃত ভূমিহীনদের যাচাই-বাছাই করে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।