গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কারিমুল এহসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার নাঈম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তাজ উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার আতাউর রহমান, কৃষাণী লাভলী আক্তার, রুপালী নার্সারীর আলা মিয়া প্রমূখ।
মেলায় প্রধান অতিথি ও উপজেলা কৃষি অফিসকে সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং কন্দাল ফসল ও ভার্মি কম্পোস্ট স্টলে দেওয়া সফল কৃষক-কৃষাণীসহ কন্দাল ফসলের ও ভার্মি কম্পোস্ট এর স্টল দেয়াকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া রুপালী নার্সারীর মালিক আলা মিয়া অতিথিসহ উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন এবং কৃষক-কৃষাণীকে জাত নিম গাছের চারা উপহার দেন। অতিথিবৃন্দ সম্মিলিতভাবে নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে কৃষিকে সমৃদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেন।
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর