রংপুর ব্যুরো:
রংপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (বিআরআই) বুড়িরহাট ও ঈবিএইউ-এর অর্থায়নে পাঁচ দিনব্যাপী “ট্রাইকোগ্রামা উৎপাদন” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈবিএইউয়ের চট্টগ্রাম প্রতিনিধি ড. বেলিন্ডা মেরি নোলস, ড. ডার্ক ব্যবেনড্রিয়া, মেইসি রোস মরিস, ঈবিএইউ বাংলাদেশের প্রতিনিধি ড. মুহাম্মদ সালেহ আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) গাজীপুরের কীটতত্ত্ব বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত, এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বুড়িরহাটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পরিচালক ড. মুহাম্মদ কামরুল ইসলাম।
ট্রাইকোগ্রামা হলো এক প্রকার পরজীবী উপকারী পোকা, যা ব্যবহার করে বিভিন্ন ক্ষতিকর লেপিডোপটেরান কীটপতঙ্গ দমন সম্ভব। এ উপকারী পোকাটির ব্যাপক উৎপাদন促তাসাধনের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে এ অঞ্চলের কৃষকদের আরও কার্যকর সহায়তা দেওয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে কীটতত্ত্ব বিভাগ ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীবৃন্দও উপস্থিত ছিলেন। মোট ৫০ জন বৈজ্ঞানিক কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট