স্টাফ রিপোর্টার:
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জুলাই শহিদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল, দেশের বিভিন্ন স্থানে মাসব্যাপী গণসংযোগ, ৫ আগস্ট বাংলাদেশের নাজাত দিবসে শুকরান নামাজ এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচির ডাক দিয়েছে।
আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এ কর্মসূচিগুলো ঘোষণা করেন।
রাশেদ প্রধান বলেন, “গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশ-ইন, পানির ন্যায্য বণ্টন না হওয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপসহ সকল ধরনের আগ্রাসন রুখতে হবে। জুলাই, পিলখানা, শাপলা, মোদী বিরোধী আন্দোলন এবং লগি-বৈঠা গণহত্যার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার করতে হবে। গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থপাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি—আওয়ামী লীগ—কে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
জাগপা মুখপাত্র আরও বলেন, “আমরা নির্বাচন ও সংস্কারের দাবি জানাই, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এবং গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ছাড়া সত্যিকার সংস্কার সম্ভব নয়।”
সংবাদ সম্মেলনে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, যুগ্ন সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
সীমান্তে গুলিবিদ্ধ শিশু: মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব