জয়পুরহাট প্রতিনিধি:
৪৫ বছরের বৈষম্যের অবসান ও চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার)।
সোমবার (৩০ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুন্না মানববন্ধনে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো তাদেরও ১০ম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির সুযোগ, ‘ডিপ্লোমা চিকিৎসক’ উপাধির স্বীকৃতি, শূন্য পদে নিয়োগ, সরকারী-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি এবং বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন