জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ার আলোচিত আঞ্জুম হত্যা মামলার আসামি জুনেলকে জেল গেইটে দুইদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ তারেক। সোমবার (৩০ জুন) কুলাউড়ার ৫ নম্বর আমল আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতে আসামি জুনেলের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও নিহত আঞ্জুমের পরিবারের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুমকে অপহরণ করে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানের জনক জুনেল। হত্যার একদিন পর বাড়ির পাশের কবরস্থানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও খবর দেয় পুলিশকে।
পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী জুনেলকে গ্রেপ্তার করে। সে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলেও আদালতে তা অস্বীকার করে।
এ ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজারে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভ চলছে। ঘাতক জুনেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে শহরজুড়ে প্রতিবাদ ও মানববন্ধন অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন