গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে একটি নাগরিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। বুধবার (২ জুলাই) গঙ্গাচড়া বাজারের ভুটকা মোড়ে শখের রান্না লেক ভিউ এন্ড পার্টি সেন্টারে এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসিওয়াচ-এর ‘ফেসিং’ প্রকল্পের অংশ হিসেবে, জিএফএ’র কারিগরি সহায়তা এবং কানাডিয়ান হাইকমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আব্দুল বারী স্বপন এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মো. সুজন মিয়া।
সভায় প্রকল্পের লক্ষ্য, নাগরিক প্ল্যাটফর্মের কাঠামো ও পরিচালন নীতিমালা তুলে ধরেন ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী শামীমা আক্তার, সিনিয়র কর্মকর্তা রাখী গোপাল দেবনাথ, এমএনই কোঅর্ডিনেটর মাহমুদ হাসান তালুকদার ও ফিল্ড কোঅর্ডিনেটর রঞ্জিতা রানী।
অনুষ্ঠানে মতামত প্রদান করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ইউপি সদস্য, শিক্ষক, এনজিওকর্মী, সমাজসেবক ও স্থানীয় যুব প্রতিনিধিরা। আলোচনার ভিত্তিতে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়, যার আহ্বায়ক করা হয় সাংবাদিক আব্দুল বারী স্বপন এবং যুগ্ম আহ্বায়ক রাবিয়া বেগমকে।
উল্লেখ্য, এই প্রকল্পটি রংপুর সদর, মিঠাপুকুর, গঙ্গাচড়া ও বদরগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২