সিলেট অফিস:
সিলেটে পাথর ক্রাশার খাতের চলমান সংকট নিরসনে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলা ও মহানগর বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এবং মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম।
সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিরা পাথর ক্রাশার খাতে বিদ্যমান সংকট, আর্থিক ক্ষতি এবং শ্রমিকদের দুরবস্থার বিষয়টি তুলে ধরেন। তারা দ্রুত সমস্যা সমাধনে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন
কারো উশৃংখল বক্তব্যে জামায়াতে ইসলামীর কাজ ব্যাহত হবে না
বড়লেখা পৌর বিএনপির কাউন্সিল, সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক আব্দুল হাফিজ
কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত