January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 8th, 2021, 8:50 pm

রাজবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

রাজবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবদুল কুদ্দুস শেখ (৬০) নামে এক ভ- কবিরাজের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার নির্যাতিতা গৃহবধূ রাজবাড়ী থানায় একটি মামলা করেলে অভিযান চালিয়ে ওই কবিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। কবিরাজ কুদ্দুস রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের মৃত নছর উদ্দিন শেখের ছেলে। গৃহবধূর অভিযোগ, গর্ভধারণের জন্য নানা ধরনের চিকিৎসা গ্রহণ করছিলেন তিনি। দুই মাস আগে তিনি কবিরাজ কুদ্দুস সেখের কাছ থেকে ওষুধ নিয়ে সেবন করেন। গত ২০ আগস্ট বিকেলে কবিরাজ কুদ্দুস তার বাড়িতে আসে এবং কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। একই ভাবে গত ১ অক্টোবর বিকালে এবং গত ৬ অক্টোবর তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ৬ অক্টোবর ওই ভ- কবিরাজকে হাতেনাতে ধরে ফেলেন তার স্বামী। পরে কুদ্দুস তার স্বামীকে মারধর করে পালিয়ে যায়। রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে।