July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 3rd, 2025, 12:33 am

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ

 

শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং তার দেবর (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের গাজীপুর সদরের জমিসহ ১০তলা ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত।

জব্দকৃত আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে—তারিক আহমেদ সিদ্দিকের ১৯ দশমিক ৫০ শতাংশ জমিতে নির্মিত দশতলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭ শতাংশ জমিতে অবস্থিত এবং শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩ দশমিক ৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি।

শফিক আহমেদ সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক

আজ বুধবার (২ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সম্পদ জব্দের আবেদন করেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

আবেদনে দুদক উল্লেখ করে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পদের ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ প্রদান করা প্রয়োজন।