July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 3rd, 2025, 12:50 am

সাবেক ক্রিকেটার-এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নাঈমুর রহমান দুর্জয় / ফাইল ফটো

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (২ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা।

জানা গেছে, সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এর আগে, তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়। গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় নাঈমুর রহমান দুর্জয়ের মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত।