July 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 3rd, 2025, 8:20 pm

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে বিভিন্ন ট্রেডে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থী অসহায় ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে পৌর সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন নেয়া ২০ জন শিক্ষার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অবকাঠামো উন্নতকরণ এর লক্ষে কালীগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণ পরবর্তী এ সেলাই মেশিন বিতরণ করা হয়। পৌরসভার পক্ষ হতে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় সরকারী ও বেসরকারী ২৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৪টি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

বক্তৃতায় পৌর প্রশাসক বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পৌরসভার পক্ষ হতে কর্মসূচী নেয়া হয়েছে। মহিলারা এ সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে পারলে পৌরসভার এ প্রচেষ্টা সফল ও স্বার্থক হবে।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশিদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ প্রমুখ।
কাজী মোহাম্মদ ওমর ফারুক