July 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 3rd, 2025, 8:27 pm

খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন

খুলনা ব্যুরো:

খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের একাদশ শ্রেণির সমাজবিজ্ঞান বিষয়ের ইয়ার ফাইনাল পরীক্ষায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে সৃজনশীল প্রশ্নপত্র তৈরি করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

বুধবার অনুষ্ঠিত পরীক্ষার ৯ নম্বর সৃজনশীল প্রশ্নে উদ্দীপক অংশে লেখা ছিল—
“জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পরিদর্শনে যান। সেখানে মহান এক নেতার ছবির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি উত্থাপন করেছিলেন। সেগুলো ছিল আমাদের প্রাণের দাবি, স্বপ্ন পূরণের চাবিকাঠি। পরবর্তীতে এসব দাবিই মুক্তিকামী জনতার মাঝে উদ্দীপনা জাগিয়ে তোলে।”

জানা গেছে, প্রশ্নটি করেছিলেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকার। তবে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পর প্রশ্নপত্রগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়ে নেওয়া হয়। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম নিজে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রগুলো সংগ্রহ করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাস জুলাইয়ে এমন প্রশ্ন দেওয়া যেন স্বৈরাচারকে ফিরে আনার কৌশল।” তারা দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নিত্য রঞ্জন সরকার বলেন, “আমি কয়েক দিন ধরে অসুস্থ ছিলাম। অসাবধানতার কারণে এ প্রশ্নটি হয়ে গেছে। এটি একেবারেই ইচ্ছাকৃত নয়। আমি ভুল স্বীকার করে ক্ষমা চাইছি। বিভাগ থেকেও জবাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে, সেখানেও আমি ক্ষমা প্রার্থনা করেছি।”