এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ৩৫৮ জন ভর্তি হয়েছেন। এতে জুলাইয়ের প্রথম তিন দিনে ভর্তি রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিন দিন দেশে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটল। গত বুধবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ৪১৬ জন। এটি ছিল চলতি বছর একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।
তিন দিনে সব মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬০ জন। চলতি বছর ১১ হাজার ৪৫৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে– ১৫০ জন।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৮ জন, ঢাকা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ২৯ জন এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩২৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৭৮ জন।
এদিকে ডেঙ্গু মোকাবিলায় চীন সরকার ১৯ হাজার কম্বো কিট দিয়েছে। আরও কার্যকরভাবে ডেঙ্গু শনাক্তে সক্ষম এসব কিটে একসঙ্গে এনএস-১, আইজিজি ও আইজিএম পরীক্ষা করা যাবে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ কিট হস্তান্তর করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের ডেপুটি মিশন চিফ লিউ ইউইন।
আরও পড়ুন
সন্তান দত্তক নেবেন জয়া!
রুটিন জীবন কেন দরকার
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন মম