ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এমনটাই দাবি করেছে এনবিসি নিউজ।
এতে বলা হয়, ট্রাম্পের সঙ্গে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এয়ার ফোর্সের নতুন জেনারেশনের যুদ্ধবিমান প্রকল্প নিয়ে বৈঠক করছিলেন। ঠিক তখনই জাকারবার্গ সেখানে প্রবেশ করেন। তিনি সেই আলোচনার অনুমোদিত সদস্য ছিলেন না এবং যথাযথ নিরাপত্তা ছাড়পত্র না থাকায় তাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়।
তবে ডেইলি মেইল- এর এক প্রতিবেদনে একটি ভিন্ন বর্ণনা উঠে এসেছে। সেখানে হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা জানান, ঘটনা ‘ভুলভাবে উপস্থাপিত’ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ও প্রেসিডেন্টের অনুরোধে জাকারবার্গ ভেতরে ঢুকে শুধুই ‘হ্যালো’ বলেছিলেন, এরপর নিজে থেকেই বাইরে অপেক্ষা করতে বেরিয়ে যান। কারণ প্রেসিডেন্টের সঙ্গে তার আলাদা বৈঠক ছিল, যা পাইলটদের সঙ্গে বৈঠকের পরে হওয়ার কথা ছিল।
মার্ক জাকারবার্গের রাজনীতির সঙ্গে সম্পর্ক বরাবরই জটিল। এক সময় তিনি অভিবাসনপন্থী এবং ডেমোক্রেট দলের ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু গত বছর ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারে তিনি মেক আমেরিকা গ্রেট এগেইন বা মেগা এজেন্ডার দিকে ঝুঁকে পড়েন। এমনকি তিনি ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ৮০ কোটি টাকার লটারি জয়
দেশের এ পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির