July 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 5th, 2025, 3:56 pm

জয়া আহসানের সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

 

আগামী ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’।

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিয়ার মা’ নিয়ে প্রশংসা চলছে। বাংলাদেশ ও ভারতের দর্শকরা জয়া আহসানের অভিনয়ের প্রশংসাও করছেন।

এরই মধ্যে চমকে দিয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার শেয়ার করেছেন। সেখানে তিনি সিনেমাটির পরিচালক এবং সিনেমার সবার জন্য শুভ কামনা জানিয়েছেন।

গতকাল শুক্রবার সকালে ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, টনি দা, আমার শুভ কামনা সবসময়।

অমিতাভ বচ্চনের শুভেচ্ছাবার্তার পর অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন, ‘এটি শুভেচ্ছা নয়, আমাদের কাছে আশীর্বাদ। পুরো টিমের জন্য খুব বড় প্রাপ্তি। এমন একজন মানুষের আশীর্বাদ পেলাম, যা সত্যিই অনুপ্রেরণার। এই আনন্দ ভাগ করার কোনো ভাষা নেই আমার। ঠিক যেন কাঁধে হাত রেখে কেউ একজন বললেন এগিয়ে যেতে। মনটা ভরে গিয়েছে।’

একই সময়ে বিমানবন্দরে বসে তখন সোশ্যাল মিডিয়ায় একের পর পর এক শুভেচ্ছাবার্তা পড়ে যাচ্ছিলেন অভিনেত্রী জয়া অহসান।

তিনি বলেন, ‘আমি ভাষাহীন। এমন একজন মানুষ আমাদের সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করেছেন, আমি তো বলব এটি পরম পাওয়া। পাশাপাশি বাংলা সিনেমার জন্যও খুব বড় প্রাপ্তি। অমিতাভ বচ্চনের সিনেমা দেখে কত মানুষ ইন্ডাস্ট্রিতে এসেছেন। সবচেয়ে বড় কথা আমাদের বড় হয়ে ওঠা তাঁকে দেখে। তিনি তো মেগাস্টার। আজ সেই মানুষটা আমার কাজের জন্য আশীর্বাদ করছেন, এটি যে কত বড় আনন্দের বলে বোঝাতে পারব না।’

‘ডিয়ার মা’ মূলত মা ও মেয়ের সম্পর্কের গল্প। সিনেমাটির ট্যাগ লাইন হলো—’রক্তের সম্পর্ক, না ভালোবাসার টান’।

উল্লেখ্য, জয়া আহসান অভিনীত দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ এবারের ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশে।

এনএনবাংলা/আরএম