কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে আপন হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার ঘোড়াশাল রেল সেতুর উত্তর পাশে শাহা সিমেন্টের ঘাট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আপন হাসান (১১) পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী এবং বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিন খলাপাড়া এলাকার প্রবাসী মো. কামরুজ্জামানের পূত্র।
পরিবারের বরাদ দিয়ে মৃতের চাচা মো. শাহীন জানান, আপন হাসান তার বন্ধুদের সাথে বাড়ির পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে ফুটবল খেলছিল। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে। সবাই উঠে আসলে সাতার না জানার কারনে আপন পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিশোরের মৃত্যুর বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আবুবকর প্রতিবেদককে বলেন, বন্ধুদের সাথে খেলতে এসে পানিতে ডুবে তার মৃত্যু হয়। টঙ্গি থেকে ডুবুরী এসে শীতলক্ষ্যা নদীর পানির নিচ থেকে আপনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতের পরিবার ও স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে