July 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 7th, 2025, 4:33 pm

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বুখারী শরীফ (১ম-১০ম খণ্ড) ঘরে ঘরে হাদীস শিক্ষার অনন্য উদ্যোগ

বাংলাদেশের ইসলামি শিক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে জায়গা করে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বিশুদ্ধ ও নির্ভরযোগ্য সহীহ বুখারী শরীফ (১ম–১০ম খণ্ড)। আরবি মূল, বিশুদ্ধ বাংলা অনুবাদ, প্রাঞ্জল ব্যাখ্যা ও সহজবোধ্য উপস্থাপনায় সাজানো এই ১০ খণ্ডের পূর্ণাঙ্গ হাদীসগ্রন্থটি দেশের আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের কাছে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রায় ৭,০০০ এর অধিক হাদীস সংকলিত এই গ্রন্থে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী ও জীবনবিধান গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি হাদীসের উৎস ও ব্যাখ্যা থাকায়, এটি হাদীস অধ্যয়নকারীদের জন্য একটি অপরিহার্য রেফারেন্স বই হিসেবে বিবেচিত হচ্ছে। বইয়ের বৈশিষ্ট্য: আরবি মূল পাঠ সহ নির্ভুল ও নির্ভরযোগ্য বাংলা অনুবাদ, অভিজ্ঞ আলেমদের দ্বারা প্রণীত টীকাভাষ্য ও ব্যাখ্যা, আধুনিক মানসম্পন্ন ছাপা ও বাঁধাই, একত্রে ১০ খণ্ড, প্রতিটি খণ্ডে আলাদা আলাদা বিষয়ে পরিপূর্ণ হাদীস সন্নিবেশিত। আপনি যদি এই ১০ খন্ডের (৪৩০৪ পুষ্ঠা) এই মূল্যবান গ্রন্থটি এখন ঘরে বসেই অনলাইনে সংগ্রহ করার সুযোগ রয়েছে। বিশ্বস্ত ইসলামি অনলাইন বুকশপ ইসলামিক বণিক ডটকম-এ বইটি অর্ডার করতে পারেন। ইসলামিক বণিক.কম অন্যতম ভাল দিক হলো তারা কোন ফটোকপি বই বিক্রি করেনা। ওয়েবসাইট: www.islamicbonik.com মোবাইল তথ্য জানতে পারেন। what app: 01719301827. এছা ইউটিউবে এই মোবাইল নম্বর দিয়ে সার্চ করলেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।