‘দেশ গড়াতে জুলাই পদযাত্রা’ সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৭ জুলাই) নাটোরে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা শুনেছি, নাটোরে আমাদের কর্মসূচিতে ব্যানার ছিড়ে বাধা দেওয়া চেষ্টা হয়েছিল।
নাহিদ আরও বলেন, আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মাত্র এক বছর আগে যারা এভাবে কর্মসূচিতে বাধা দিয়েছে তারা আজ নিজেরাই বাংলাদেশে নাই। ঐ পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে সামনের দিনে যারা বাধা দিবে তাদের পরিণতিও সেদিকেই যাবে।
দেশ গড়তে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের সহযোগিতা করুন, ঐক্যবদ্ধভাবে আমরা গণতন্ত্র , সমতা ,ইনসাফ, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।
আর জুলাই ঘোষণা, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না বলেও জানান নাহিদ ইসলাম।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলায় আরও ৭ জনের সাক্ষ্য
আবারও ‘বাংলাদেশি’ সন্দেহে নাগরিকত্ব হারানোর ভয়ে আসামের হাজারো পরিবার
আগামীকাল থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র