এনএন অনলাইন:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর যৌথ উদ্যোগে “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাংবাদিকের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি আগামী বৃহস্পতিবার, ১০ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

আরও পড়ুন
লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০৫০ নাগাদ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর হতে যাচ্ছে ঢাকা: জাতিসংঘ
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে: সিইসি