July 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 8th, 2025, 7:32 pm

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের বাড়ি ক্রোকের আদেশ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের (৫৭) নামে ঢাকার সাভারে থাকা ১৫ কাঠা জমির ওপর নির্মিত ১০তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল ইসলাম ভুয়া পণ্য রপ্তানি দেখিয়ে কর্তব্যে অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে ৩ লাখ ৬১ হাজার ডলার বাংলাদেশে এনেছেন। এরপর ভুয়া বাড়িভাড়া চুক্তিনামায় দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল ইসলাম ঘুষের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার নিয়ে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও রুপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর (২) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেজন্য তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আসামী শিবলী রুবাইয়াতের পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে অর্থ পরবর্তীতে ঘর ভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং ওই অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করার বিষয়টি জানা যাচ্ছে। সেজন্য তার স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন।

গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শিবলীকে গ্রেফতার করে। পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে থাকা অবস্থায় গত ২৫ জুন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।