July 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 4:18 pm

সাংবাদিক মোস্তফা মামুনের পিতার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

oplus_0

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
 দেশের খ্যাতিমান সাংবাদিক ও লেখক মোস্তফা মামুনের বাবা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়াস্থ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শনিবার বিকেল ৬টায় পৌর শহরের দক্ষিণবাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, মরহুমের ছোট ছেলে কবি, এডভোকেট মোস্তফা মহসিনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।মোহাম্মদ আব্দুল হান্নান কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।প্রয়াত আব্দুল হান্নান দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক, দেশ রূপান্তরের সাবেক সম্পাদক এবং প্রস্তাবিত বাংলা ও ইংরেজি দৈনিকের সম্পাদক মোস্তফা মামুনের বাবা।
শনিবার বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত দশটায় নিজ গ্রামের বাড়ি কাদিপুর ইউনিয়নের ফরিদপুরে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে সাংবাদিক মোস্তফা মামুন।