July 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 5:27 pm

প্রতিপক্ষ যতোই শক্তিশালী প্রার্থী হোক আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ্ বিজয় আমাদের সুনিশ্চিত : বকুল

খুলনা :
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, আজ ডুমুরিয়া-ফুলতলা উপজেলা নিয়ে বসেছি। এরপর প্রতিটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে এভাবেই আমাদের দলকে সংগঠিত করতে হবে। ব্যক্তির উর্দ্ধে থেকে সবাইকে নিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে। দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই দলের বিজয় ছিনিয়ে আনতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের প্রতিপক্ষ যতোই শক্তিশালী প্রার্থী হোক না কেনো, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি-সমস্ত বিভেদ ভুলে যাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যদি ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ্ বিজয় আমাদের সুনিশ্চিত। কিভাবে ডুমুরিয়া ও ফুলতলার নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হয়েছিল তা সবাই জানেন। ইউপি চেয়ারম্যান আবুল বাসারকে কয়েকবার হত্যার উদ্দেশ্যে গুলি করেছে সন্ত্রাসীরা, আমাদের জিকুকে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আমাদের অসংখ্য নেতাকর্মী অগণিতবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আজকে সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীকে নির্বাচিত করে সকল ষড়যন্ত্রের জবাব দেবার।
আজ মঙ্গলবার (০৮ জুলাই) বিকালে নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন-এ খুলনা জেলা বিএনপি’র আয়োজনে ফুলতলা-ডুমুরিয়ার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ আসনে মোহাম্মদ আলী আসগর লবীকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।