July 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 5:43 pm

কালীগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর এলাকায় অভিযান চালায়। এসময় আজিজুল কবির এর কে.টি.এল গ্যারেজের সামনে থেকে হারুন অর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামী হারুন নরসিংদী জেলার শিবপুর উপজেলার পূর্ব মুন্সি বছর এলাকার আবু সাইদের পূত্র। পুলিশের পৃথক অভিযানে উপজেলার পৌরসভার মূলগাঁও এলাকা থেকে মৃত আব্দুল বাতেনের পূত্র মোঃ ইসমাইল চিশতী (৬০), দেওপাড়া এলাকার মোঃ বাচ্চু মিয়ার পূত্র পারভেজ মিয়া (৩০) এবং বাহাদুরশাদী ইউনিয়নের বেতুয়া এলাকার বিল্লাল হোসেন পূত্র মোঃ আমজাদ হোসেন (২৭) কে দুই কেজি গাঁজাসহ সোমবার  আনুমানিক সন্ধা ৭ টায় গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ধারা ৩৬(১) সারণির ১৯ (ক) এর ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। চার মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। সকলের সহযোগীতা থাকলে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।