বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ও একই থানার দুটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই নির্দেশ দেন।
সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে তাদের আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় দীপু মনিকে কাঠগড়ায় দাঁড়িয়ে তসবি জপতে দেখা যায়। শুনানি শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময়ও দীপু মনির হাতে তসবি ছিল।
কাঠগড়ায় দাঁড়িয়ে পলক কথা বলছিলেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে। কথা বলার পরেই তিনি আদালতের বাইরে দরজায় দাঁড়িয়ে থাকা স্বজনদের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে থাকেন।
এ প্রসঙ্গে আইনজীবী ফারজানা বলেন, আদালতে এসে পলক তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের মৃত্যুসংবাদ পেয়ে শোকাহত হয়ে কেঁদেছেন।
প্রসঙ্গত, গত বছর আগস্টে দীপু মনি ও পলককে রাজধানী থেকে আটক করে পুলিশ। পরে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
হঠাৎ কাঁচা মরিচের দাম ৩০০ টাকা
সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন বিদেশিরা
বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক