July 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 6:24 pm

২০৫ কোটি টাকা বাজেট  পেলো শাবিপ্রবি

 

সিলেট অফিস:
 ২০২৫-২৫ অর্থবছরের জন্য ২০৫ কোটি টাকা বরাদ্দ পেলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২০৫ কোটি  টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কোটি ২৩ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, বিভিন্ন বিভাগের অধ্যাপক ও দপ্তর প্রধান ।
কোষাধ্যক্ষ বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মোট ২০৫ কোটি টাকার বাজেটের মধ্যে বিশেষ সুবিধাসহ মোট বেতন বাবদ সহায়তা ৭১ কোটি , বেতন-ভাতায় ১১১ কোটি ৯০ লাখ , মোট পণ্য ও সেবা বাবদ সহায়তা ৪৫ কোটি ৩৫ লাখ, পেনশন খাতে ১৫ কোটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে মোট ২ কোটি ৫০ লাখ, প্রাথমিক স্বাস্থ্য সেবা বাবদ সহায়তা ২০ কোটি, যন্ত্রপাতি অনুদানে ৯ কোটি ১৮ লাখ  টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন  ও গবেষণায়  গুরুত্ব দিতে এবছর ১০ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের চেয়ে এবছর  ৭৯ লাখ টাকা বাজেট বৃদ্ধি করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে গবেষণায় শিক্ষকদের জন্য ৮ কোটি ২০ লাখ, গবেষণায় পিএইচডির জন্য ১ কোটি ৫০ লাখ, মাস্টার্স প্রোগ্রামে ৫০ লাখ, শিক্ষাবৃত্তি ৬৭ লাখ ও উদ্ভাবন কাজে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, বিগত সময়ের তুলনায় এবার আমাদের বাজেট বেড়েছে। এই বাজেটের প্রতিটি টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ ও বিভিন্ন খাত অনুযায়ী যথাযথভাবে কাজে লাগাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব৷ এই বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন ও বিশ্বমানের করে গড়ে তোলতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে শাবিপ্রবিকে এগিয়ে নিতে গবেষণার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের মানসম্মত গবেষক তৈরি করা।বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একসাথে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। এগুলো হয়ে গেলে আমাদের যে সমসাময়িক বিভিন্ন সংকট রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে।