কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের প্রয়োজনীয়তা বিবেচনায় উপজেলার সাধারণ জনগণের মাঝে তিন শতাধিক ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিনব্যাপী উপজেলার বক্তারপুর ও জামালপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কালীগঞ্জ-পূবাইল- বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল হাসান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামাল, বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মজিবুর রহমান, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল হাসান, সেক্রেটারি মোঃ তােফায়েল মাস্টার, জামায়াত নেতা মাওলানা হাফিজ উল্লাহ, ডাঃ তাজুল ইসলাম, মাওলানা হাফেজ আহমদসহ প্রমুখ।
প্রধান অতিথি এসময় বলেন, বৃক্ষ-তরুলতা, সাগর-নদী, পাহাড়-পর্বত, সমতল ভূমি, রোদ-বৃষ্টি, চন্দ্র-সূর্য সকল উপকরণ দিয়ে আল্লাহ পাক দুনিয়াকে সাজিয়েছেন। সবকিছুই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। মানুষের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করা করা অতীব জরুরী। জলবায়ু পরিবর্তন তথা জলোচ্ছাস, বন্যা খরার মতো বিপর্যয়ের মূল কারণ আমরা প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করছি। বিশেষ করে ব্যাপকভাবে গাছ এবং পাহাড় কাটার ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই অবস্থা থেকে বাঁচতে হলে ব্যাপক ভাবে গাছ লাগাতে হবে।
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই